ত্বীন At-Tin

   بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَالتِّينِ وَالزَّيْتُونِ

 শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, 

وَطُورِ سِينِينَ

 এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, 

وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ

 এবং এই নিরাপদ নগরীর। 

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

 আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। 

ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ

 অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। 

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

 কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। 

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

 অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? 

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

 আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *