আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তালার। যদি কোন ব্যক্তির ক্যান্সার হয় এবং সেটা অ্যাডভান্স স্টেজে থাকে এবং তিনজন বিশেষজ্ঞ ডাক্তার মতামত দিয়ে থাকেন যে লাইফ সাপোর্ট সরিয়ে নিলে রোগীটি মারা যাবে তাহলে এমতাবস্থায় সেই রোগীকে লাইফ সাপোর্ট দেওয়াটা অবান্তর।
ফতুয়া আল্লাযিনা আমানু দাইমা কিতাবে, কোন্ কোন্ অবস্থায় লাইফ সাপোর্টে দেওয়া প্রয়োজন নেই সেটার বিস্তারিত উল্লেখ আছে। যে অবস্থার ভিত্তিতে রোগীকে লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন নেই তার বর্ণনা নিচে দেয়া হলো।
- যদি রোগী সম্পূর্ণ মৃত অবস্থায় হাসপাতাল আসে তাহলে তাকে এ অবস্থায় লাইফ সাপোর্টে দেওয়ার প্রয়োজন নেই।
- রোগীর অবস্থা যদি এমন হয় যেখানে তিনজন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ মত প্রদান করেছেন যে রোগীর মৃত্যু নিশ্চিত। এ অবস্থায়ও লাইফ সাপোর্ট দেয়ার প্রয়োজন নেই।
- রোগীর মস্তিষ্ক যদি অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ হয় যার ফলে তিনজন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ ডাক্তার এই মত প্রদান করেন যে, তার চিকিত্সা সম্ভব নয় এ অবস্থায়ও লাইভ সাপোর্ট দেয়ার প্রয়োজন নেই। কারণ লাইফ সাপোর্ট দিয়ে কোন ফায়দা নেই
- যদি রোগীর হৃদপিণ্ড এবং ফুসফুসের অবস্থা এমন হয় যে তা নিরাময় যোগ্য নয়। অর্থাৎ তিন জন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ এ ব্যাপারে একমত হন যে, তার হৃদপিণ্ড এবং ফুসফুস নিরাময় হওয়া সম্ভব নয় এবং রোগীর মৃত্যু নিশ্চিত। এ অবস্থায় তার আত্মীয়স্বজন এবং অন্যরা যাই বলুক না কেন তাকে লাইফ সাপোর্ট দেয়া প্রয়োজন নেই বা জরুরী নয়।
আল্লাহ সব থেকে ভালো জানেন। এরপর ও আপনার যে কোন সিদ্ধান্ত নেবার আগে একজন হক্ব পন্থি মুফতির পরামর্শ নিবেন।