করোনা বা ওমিক্রন (Corona Omicron) হতে অথবা যে কোন মহামারী হতে আত্নরক্ষার জন্য ইসলাম ধর্মে বেশ কিছু উপায়, দুয়া, অভ্যাস ইত্যাদি বাতলে দিয়েছেন। এ সমস্ত বিষয় সুন্নাহ দ্বারা প্রমাণিত। করোনা, ওমিক্রন মহামারী থেকে প্রতিরক্ষামূলক দশটি উপদেশ, এই বইয়ে এ ধরণের সুন্নাহ ভিত্তিক বেশ কিছু উপায় দেয়া হয়েছে, যা একজন মুস্লিম আমল করলে এই মহামারী থেকে নিরাপত্তা লাভ করবে, ইনশাল্লাহ।