স্ত্রীর নামে প্লট ক্রয় (wealth for wife)

স্ত্রীর নামে প্লট ক্রয় (wealth for wife)

প্রশ্ন: Category-Wealth for wife ভবিষ্যতে বাড়ি করার জন্য – কোন স্বামী যদি তার নিজের স্ত্রী এর নামে প্লট ক্রয় করে – এটি কি করতে পারবে? কারণ স্ত্রী চায় তার নামে প্লট ক্রয় করা হউক। যদিও স্বামীর মা-বাবা চায় তার নিজের ছেলের নামে হউক। তবে তারা জোর করে নি যে তার ছেলের নামে করতেই হবে, প্রস্তাব করেছে। এক্ষেত্রে কী করণীয়?

উত্তর:স্বামীর জন্য আবশ্যক হল, স্ত্রীর মোহর পরিশোধ করা এবং উত্তম রূপে তার ভরণ-পোষণ, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা। স্ত্রীকে এর অতিরিক্ত সম্পদ দেয়া তার জন্য আবশ্যক নয়। ইসলামী সমাজ ও পরিবার বিশেষজ্ঞগণ মনে করেন, স্ত্রীর নামে প্রয়োজনের অতিরিক্ত অর্থ-সম্পদ দেয়া হলে তা তাকে ঔদ্ধত্য ও অহংকারী করে তুলতে পারে যা পরবর্তীতে পারিবারিক অশান্তির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি তারা সমাজের বাস্তব অবস্থা ও অভিজ্ঞতার আলোকে বলেছেন। কেননা সমাজে এ সংক্রান্ত ঘটনার অভাব নাই।

আল্লাহুল মুস্তাআন।এ ক্ষেত্রে তারা কুরআনের এই আয়াতটি তুলে ধরেন।

আল্লাহ তাআলা বলেন:

وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّـهُ لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا 

“আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবন-যাত্রার অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের হাতে তুলে দিও না। বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে ভালো কথা বলো।” (সূরা নিসার ৫ নং আয়াত)

অধিকাংশ মুফাসসির বলেন: এখানে السُّفَهَاءَ (অর্বাচীন বা নির্বোধ) দ্বারা উদ্দেশ্য হল: শিশু এবং মহিলাগণ।এ মত ব্যক্ত করেছেন, প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রা., প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবাইর, হাসান, সুদ্দী, যাহ্হাক, মুজাহিদ, আল হাকাম, কাতাদা, আবু মালিক প্রমুখ জগদ্বিখ্যাত মুফাসসিরগণ।

বই কিনতে ক্লিক করুন

(দেখুন: তাফসীরে ইবনে কাসীর, সূরা নিসা ৪ নং আয়াতের তাফসীর)মোটকথা, একজন বুদ্ধিমান সচেতন স্বামীর করণীয় হল, অর্থ-সম্পদ তার নিজস্ব নিয়ন্ত্রণে রেখে তা উত্তম পন্থায় তার স্ত্রী-পরিবারের প্রয়োজনে খরচ করা। স্ত্রী বা সন্তানদের নামে বিশাল প্রোপার্টি লিখে দেয়া উচিৎ নয়। কেননা, পরিণতিতে এটি তার জীবনের জন্য বিপদজনক হয়ে দাঁড়াতে পারে। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীলদাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার সৌদি আরব

আরো পড়ুনঃ

দুনিয়ার অনেক সুপারহিরো বাবা সেদিন ভিলেনরূপে আবির্ভূত হবেন।

দুনিয়ার অনেক সুপারহিরো বাবা সেদিন ভিলেনরূপে আবির্ভূত হবেন।

ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান। সুন্দরী একটা মেয়ে বক্তৃতা দিচ্ছে।পরনে শাড়ি, চুলগুলো সিল্কি, সিম্পল সাজুগুজু করা।কনক্লুডিংয়ে সে বলছিল,“আজকের এই আমি! পুরোটাই বাবার অবদান। বাবা না থাকলে এতদূর আসতে পারতাম না।He is the real hero of my Life” উপস্থিত সকলের হাততালিতে মুখর হয়ে

0 comments
যাদের ফজরের ঘুম ভাঙ্গে না

যাদের ফজরের ঘুম ভাঙ্গে না

সহজে ঘুম না-ভাঙার রোগ বোধহয় অনেকেরই আছে। আমার অবশ্য পাতলা ঘুম, হালকা আওয়াজেই লাফ দিয়ে উঠে বসে পড়ি। তবে অনেকেই আছেন, ওপর দিয়ে গাড়ি চলে গেলেও ঘুম ভাঙবে না অবস্থা। এই সমস্যার কারণে অনেকের নামাজ কাযা হয়ে যায়। যতই অ্যালার্ম

0 comments
আমরা জানি, কিন্তু মানিনা

আমরা জানি, কিন্তু মানিনা

আমরা জানি অনেক কিছুই। কিন্তু সে অনুযায়ী কাজ কি করি?! ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, একটি বালিকা প্লেগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর তার বাবা তাকে স্বপ্নে দেখেন। বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, ‘ মা আখেরাত সম্পর্কে কিছু বল। উত্তরে মেয়েটি

0 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *