بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? 2 وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত, 3 عَامِلَةٌ نَاصِبَةٌ ক্লিষ্ট, ক্লান্ত। 4 تَصْلَىٰ نَارًا حَامِيَةً তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। 5 تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ তাদেরকে
Category: Quran
89-আল ফজর Al-Fajr
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 وَالْفَجْرِ শপথ ফজরের, 2 وَلَيَالٍ عَشْرٍ শপথ দশ রাত্রির, শপথ তার, 3 وَالشَّفْعِ وَالْوَتْرِ যা জোড় ও যা বিজোড় 4 وَاللَّيْلِ إِذَا يَسْرِ এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে 5 هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ এর মধ্যে
আল বালাদ Al-Balad
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ আমি এই নগরীর শপথ করি 2 وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই। 3 وَوَالِدٍ وَمَا وَلَدَ শপথ জনকের ও যা জন্ম দেয়। 4 لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ নিশ্চয়
আশ-শামস Ash-Shams
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 وَالشَّمْسِ وَضُحَاهَا শপথ সূর্যের ও তার কিরণের, 2 وَالْقَمَرِ إِذَا تَلَاهَا শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, 3 وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, 4 وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا শপথ রাত্রির যখন সে সূর্যকে
আল লায়ল Al-Lail
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, 2 وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ শপথ দিনের, যখন সে আলোকিত হয় 3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, 4 إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ নিশ্চয় তোমাদের কর্ম
আদ্ব-দ্বোহা Adh-Dhuha
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 وَالضُّحَىٰ শপথ পূর্বাহ্নের, 2 وَاللَّيْلِ إِذَا سَجَىٰ শপথ রাত্রির যখন তা গভীর হয়, 3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। 4 وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ আপনার জন্যে পরকাল ইহকাল
ইনশিরাহ Al-Insharh
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? 2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ আমি লাঘব করেছি আপনার বোঝা, 3 الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। 4 وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
ত্বীন At-Tin
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 وَالتِّينِ وَالزَّيْتُونِ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, 2 وَطُورِ سِينِينَ এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, 3 وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ এবং এই নিরাপদ নগরীর। 4 لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। 5 ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ
আলাক Al-Alaq
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন 2 خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। 3 اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, 4 الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ যিনি
কদর Al-Qadr
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1 إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ আমি একে নাযিল করেছি শবে-কদরে। 2 وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? 3 لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 4 تَنَزَّلُ الْمَلَائِكَةُ