বৃষ্টিতে ভেজার সুন্নাহ্‌


আনাসবিনমালিক(রাঃ) থেকেবর্ণিত:

আমরা আল্লাহর রসূল (সাঃ) এর সাথে ছিলাম। এমন সময় বৃষ্টি আরম্ভ হল। আল্লাহর রসূল (সাঃ) (তার শরীরের একটি অংশ থেকে ) তার কাপড় রিয়ে সে অংশটি বৃষ্টিতে ভেজালেন। আমরা আল্লাহর রাসূল (সাঃ) কে এর কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন,  এটা ( বৃষ্টিপাত ) সমুচ্চ পালনকর্তার পক্ষ থেকে এসেছে [ সহীহ মুসলিম, বই , হাদীস ১৯৬০ ;  সুনান আবি দাউদ ৫১০০ ; আল আদাব আল মুফরাদ ৫৭১ ; এবং অন্যান্য]
মুসলিম আলেমগণ এই হাদিস থেকে দলীল গ্রহণ করেছেন যে, বৃষ্টি পড়লে সেই বৃষ্টিতে নিজের শরীরের কোন অংশ (যা আওরাহ্‌ নয়) উন্মুক্ত করে তাতে সিক্ত হওয়া একটি গুরুত্বপুর্ণ সুন্নাহ্‌।এক্ষেত্রে ফিক্‌হ মাসালা হলোঃ
১। নিজের শরীরের যে কোন অংশই উন্মুক্ত করা যথেষ্ট, তা যতো অল্পই হোকনা কেন।যেমনঃ হাত বা মাথার অংশ।
২। কোন অবস্থাতেই আওরাহ প্রকাশ করা উচিত নয়
৩। কোন কোন আলেম  বৃষ্টিপাত থেকে উযু বা গোসলের কথাও বলেছেন।

৪। তবে অসুস্থ হবার সম্ভাবনা থাকলে বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকা উচিৎ।  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *